BL COLLEGE JOURNAL

“Journal writing gives us insights into who we are, who we were, and who we can become”
– Sandra Marinella

শওকত ওসমানের জীবনবোধ ও ছোটগল্পের প্রকাশ-কৌশল

Author

মোঃ আল-মামুন কোরাইশী, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী, বাংলাদেশ

বাংলা কথাসাহিত্যে শওকত ওসমান একটি উজ্জ্বল নাম। শওকত ওসমান কথাসাহিত্যে তাঁর প্রাতিস্বিক শিল্পদৃষ্টিতে বিশিষ্ট। তাঁর তীক্ষ্ণ রসবোধ, সমাজ সচেতনতার সাথে রাজনৈতিক বিষয়গুলোকে অঙ্গীভূত করে দেখার দৃষ্টি, বিষয়নির্বাচন ও নির্ভীক উচ্চারণ তাঁকে বাংলা ছোটগল্পে একটি পৃথক আসন দান করেছে। জীবনচলার পথের বিচিত্র অভিজ্ঞতা, যাপিত জীবনের অসংখ্য চিত্র, সমাজ-রাষ্ট্রের বুকে ঘটে যাওয়া বহুবিধ ঘটনা তাঁর ছোটগল্পে শৈল্পিকরূপ ধারণ করেছে। তাঁর ছোটগল্প জীবনের বহু বিচিত্র বিষয়কে আত্মস্থ করেছে। সন্ধানী পরিব্রাজকের সংবেদনশীল দৃষ্টিতে শওকত ওসমান মানবজীবন ও সমাজ চৈতন্যের নানা প্রান্তকে উন্মোচন করেছেন। জাতীয় চেতনাবোধ,ব্যক্তিগত ও সামাজিক জীবনবোধ থেকে উদ্ভাবিত প্রতিভা এবং তা প্রয়োগের সঠিক কৌশল, যেমন তাঁর প্রাগ্রসর জীবনচেতনাকে প্রতিভাসিত করেছে, তেমনি তাঁর গল্পগ্রন্থের গল্পগুলো এক স্বতন্ত্র মহিমা লাভ করেছে। আর বিষয়ের স্বাতন্ত্র্য, চরিত্রায়ণের কৌশল, স্বতন্ত্র ভাষারীতি এবং উপস্থাপনার সাবলীলতার কারণে শওকত ওসমানের গল্পগ্রন্থের গল্পগুলো হয়ে উঠেছে শিল্পসফল ও শিল্পসমৃদ্ধ।

Keywords: জীবনানুভব, সমাজ রূপান্তর, ঔপনিবেশিক, অস্তিত্ব, পাকিস্তান, পূর্ববাংলা, মধ্যবিত্ত, বাঙালি, মুক্তিযুদ্ধ

References:

১. আহমদ রফিক, শওকত ওসমান : নাগরিক মননশীলতায় ধীমান, নিসর্গ, শওকত ওসমান সংখ্যা, বগুড়া, ১ম প্রকাশ, ১৯৯১, পৃ. ৭৯

২. বুলবুল ওসমান, ভূমিকা, গল্পসমগ্র : শওকত ওসমান, সময় প্রকাশন, প্রথম প্রকাশ, আগস্ট, ২০০৩, পৃ. ২৪

৩. শওকত ওসমান, জুনু আপা, গল্পসমগ্র, সময় প্রকাশন, প্রথম প্রকাশ, আগস্ট ২০০৩, পৃ. ১৩৯

৪. শওকত ওসমান, নতুন জন্ম, প্রাগুক্ত, পৃ. ১৫৪

৫, সৈয়দ আলী আহসান, সতত স্বাগত, ১ম প্রকাশ, ঢাকা, ১৯৮৪, পৃ. ১৭৯

৬. শওকত ওসমান, শিকারী, গল্পসমগ্র, সময় প্রকাশন, প্রথম প্রকাশ, আগস্ট ২০০৩, পৃ. ২৪২

৭. শওকত ওসমান, নেত্রপথ, প্রাগুক্ত, পৃ. ৩০২

৮. শওকত ওসমান, জন্ম যদি তব বঙ্গে, প্রাগুক্ত, পৃ. ৪৯৫

৯. শওকত ওসমান, বারুদের গন্ধ লোবানের ধোঁয়া, প্রাগুক্ত, পৃ. ৪৮৫

১০. শওকত ওসমান, উভয়সঙ্গী, প্রাগুক্ত, পৃ. ২৩৩

১১. শওকত ওসমান, দুই মুসাফির, প্রাগুক্ত, পৃ. ২২৯

১২. শওকত ওসমান, দুই মুসাফির, প্রাগুক্ত, পৃ. ২২৭

১৩. শওকত ওসমান, উদবৃত্ত, প্রাগুক্ত, পৃ. ২৪৬

১৪. চঞ্চল কুমার বোস, শওকত ওসমানের ছোটগল্প : চরিত্র-চিত্রণ, ঢাকা বিশ্ববিদ্যালয় পত্রিকা, সম্পাদক : নূরুর রহমান খান, সংখ্যা: ৬৪, জুন, ১৯৯৯, পৃ. ৪০

১৫. হুমায়ুন আজাদ, কথাসাহিত্যের পথিকৃৎ শওকত ওসমান, রোববার, ২১ এপ্রিল, ১৯৮৫, পৃ, ৩১

১৬. শিরীন আখতার জাহান, শওকত ওসমানের ছোটগল্পের বিষয় ও আঙ্গিক, Dhaka University Institutional Repository, ফেব্রয়ারি ২০১৯, পৃ. ৩৯

 

How to Cite

MLA 9th Edition

কোরাইশী মোঃ আল-মামুন. “শওকত ওসমানের জীবনবোধ ও ছোটগল্পের প্রকাশ-কৌশল.” বিএল কলেজ জার্নাল, ভলিউম ৪, ইস্যু ২, ডিসেম্বর, ২০২২, পৃ. ১৯-২৮. https://doi.org/10.62106/blc2022v4i2b2

 

APA 7th Edition

কোরাইশী মোঃ আল-মামুন. (২০২২). শওকত ওসমানের জীবনবোধ ও ছোটগল্পের প্রকাশ-কৌশল. বিএল কলেজ জার্নাল, ৪ (২), ১৯-২৮. https://doi.org/10.62106/blc2022v4i2b2

License

Copyright (c) 2023 GOVT. BRAJALAL COLLEGE

Indexed In