Professor Sharif Atiquzzaman
Professor and Principal in Charge
খুলনার দৌলতপুরে ভৈরব নদীর তীর ঘেষে মনোরম পরিবেশে শত বছরের বেশি সময় ধরে দাড়িয়ে আছে দক্ষিণ বঙ্গের ঐতিহ্য বাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বিএল কলেজ। আর এ কলেজেই বর্তমানে অধ্যয়ন করছে প্রায় ৩৩ হাজার শিক্ষার্থী যারা আগামীদিনের দেশ গঠনে নেতৃত্ব দিবে।একবিংশ শতাব্দীর এই বিশ্বায়নের যুগে তথ্য ও প্রযুক্তির ব্যবহার সর্বত্র বিদ্যমান।তাই প্রযুক্তির ব্যবহার ছাড়া আজকের পৃথিবীতে কোন কিছুই কল্পনা করা যায় না।বাংলাদেশের সকল ক্ষেত্রে তথা-ব্যবসা, শিক্ষা, কৃষি, সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে তথ্য ও প্রযুক্তির ব্যবহারের লক্ষ্যে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব আরোপ করেছেন এবং ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি সম্বৃদ্ধ শালী ডিজিটাল বাংলাদেশ হিসেবে দেখতে চায় এ সরকার। তারই ধারাবাহিকতায় বিএল কলেজ, খুলনার উদ্দোগে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যোগকে আরও জোরালো ভাবে করার লক্ষ্যে বিএল কলেজ ওযেবসাইটটি আরও যুগোপযোগীরূপে প্রকাশ করার জন্য আন্তরিক চেষ্টা করছে।একলেজের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তথা এদেশের জনগন প্রযুক্তির স্পর্শে বিকশিত হোক এ শুভ কামনা রইল।
প্রফেসর শরীফ আতিকুজ্জামান
অধ্যক্ষ,ভারপ্রাপ্ত (অধ্যাপক,ইংরেজি)
সরকারি বিএল কলেজ, খুলনা