About the Department
Phone: 041-861230
Email: chemistry@blcollege.edu.bd
রসায়ন বিভাগের যাত্রা শুরু ১৯০৯ সাল থেকে একাদশ শ্রেনীর মাধ্যমে, ১৯১৪সালে স্নাতক (পাস) কোর্স চালু হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে, ১৯৪৭ সালে দেশ বিভাগের পর ১৯৬২ সালে স্নাতক (অনার্স) কোর্স চালু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে, স্নাতকোত্তর (রসায়ন) কোর্স চালু হয় ১৯৭৩-৭৪ শিক্ষা বর্ষ হতে, কিন্তু নানাবিধ অসুবিধার কারনে স্নাতকোত্তর কোর্সটি বিশ্ববিদ্যালয় কর্তৃক বন্ধ করে দ্ওেয়া হয়।
১৯৯৯সাল থেকে পুনরায় মাষ্টার্স প্রথমপর্ব ও মাষ্টার্স শেষপর্ব চালু হয়েছে, বর্তমানে চার বছর মেয়াদী অনার্স, একবছর মেয়াদী মাষ্টার্স, তিন বছর মেয়দী ডিগ্রি পাস, একবছর মেয়াদী মাষ্টার্স প্রথম পর্ব ও একাদশ, দ্বাদশ শ্রেনী চালু আছে। এই বিভাগে শিক্ষকদের সৃষ্ট পদের সংখ্যাঃ-অধ্যাপক-০১, সহযোগী অধ্যাপক-০৩, সহকারি অধ্যাপক-০৪, প্রভাষক-০৪ এবং প্রদর্শক-০২।
Head of the Department

নারায়ণ চন্দ্র মহলদার
প্রফেসর ও বিভাগীয় প্রধান