BL COLLEGE JOURNAL

“Journal writing gives us insights into who we are, who we were, and who we can become”
– Sandra Marinella

বঙ্গবন্ধু হত্যাকান্ড ও বাংলাদেশের রাজনীতির আদর্শিক পরিবর্তন: একটি পর্যালোচনা

Author

অমল কুমার গাইন, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা, বাংলাদেশ

একটি জাতিরাষ্ট্র হিসেবে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই অঞ্চলে বাংলাদেশের অভ্যুদয় যে মূর্ত হয়ে উঠেছে তার কৃতিত্ব অবশ্যই শেখ মুজিবুর রহমানের। ‘৫২ এর ভাষা আন্দোলনের মাধ্যমে যে জাতীয়তাবাদী চেতনার জন্ম, ’৬৬ এর ৬-দফা, ‘৬৮ এর আগরতলা ষড়যন্ত্র মামলা, ’৬৯ এর গণঅভ্যুত্থান, ’৭০ এর নির্বাচনে তা শক্তিশালী রূপ পেয়ে ’৭১ এর মহান মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে তা চূড়ান্ত সফলতা পায়। এই দীর্ঘ পথযাত্রায় বাঙালির স্বপ্নের সারথি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ছিলেন হাজার বছর ধরে এ জনপদের ভাগ্যবঞ্চিত মানুষের একমাত্র প্রতিনিধি। জাতিরাষ্ট্র গঠনের পর খেতাব পেয়েছিলেন জাতির পিতা। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, সেই জাতির পিতাকে ’৭৫ এর ১৫ আগস্ট নির্মমভাবে নিহত হতে হয়, কতিপয় বাঙালি সেনাসদস্যের হাতে। প্রকৃত বিচারে এই হত্যাকান্ডটি যতটা ছিল রাজনৈতিক তার চেয়ে বেশি ছিল আদর্শিক। খুনিরা একটি বড় পাকিস্তান ভেঙ্গে ছোট পাকিস্তান চেয়েছিল, তারা মুজিবের রাষ্ট্রীয় আদর্শকে কোনোভাবেই মেনে নিতে পারেনি। সপরিবারে জতির জনকের হত্যাকান্ডটি ছিল সমুদ্রে ভাসমান হিমশৈলের মতো, যার কিছু অংশ দৃশ্যমান হলেও অদেখা থেকে যায় বিশাল অংশ। আপাতদৃষ্টিতে দেশে এই নির্মম হত্যাকান্ডের রাজনৈতিক নেতৃত্ব দেয় খোন্দকার মোস্তাক গং, সেনাসদস্যরা ছিল ঘাতকের ভূমিকায়। কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্র-চক্রান্ত ছাড়া যে এতবড় হত্যাকান্ড সম্ভব নয়, সেটি এখন অনেকটা পরিষ্কার। ১৫ আগস্টের এই নির্মম হত্যাকান্ডের পর দেশ আবার পিছন দিকে চলতে শুরু করে, ঘটতে থাকে আদর্শিক বিপর্যয়। যে চেতনা নিয়ে বাঙালি মুক্তিযুদ্ধ করে, যে মূলনীতির উপর ভর করে রাষ্ট্রের পথচলা শুরু হয় ‘৭৫ এর ১৫ আগস্টের পরে তা স্রেফ উধাও হয়ে যায়। কথিত গণতন্ত্রের নামে শুরু হয় স্বৈরতন্ত্র, সামরিকতন্ত্র, হত্যা-গুমের রাজনীতি, রাজনীতিতে সহনশীলতার পরিবর্তে হানাহানি। ভাগ্যবঞ্চিত বাঙালির স্বপ্ন ছিনতাই হলো। ’৪৭ এর মতো আরো একবার প্রতারিত হলো এ জনপদের মানুষ।

Keywords: বঙ্গবন্ধু, চক্রান্ত-ষড়যন্ত্র, হত্যাকান্ড, মুক্তিযুদ্ধের আদর্শ-চেতনা, ইনডেমনিটি, ষোড়শ ডিভিশন, ফেনোমেনন, সংবিধান, রাজনীতিতে সহনশীলতা

References:

১. নুরুল ইসলাম নাহিদ ও পিয়াস মজিদ, জয় বাংলা, চারুলিপি প্রকাশনী, ঢাকা ২০২০, পৃ. ৫৭

২. ড. মোহাম্মদ হাননান, বঙ্গবন্ধু হত্যার বিচারের ইতিহাস, আগামী প্রকাশনী, ঢাকা ১৯৯৯, পৃ. ১২

৩. এম আর আখতার মুকুল, কে ভারতের দালাল, সাগর পাবলিশার্স, ঢাকা ১৯৯৫, পৃ. ৩০

৪. প্রাগুক্ত, পৃ. ৩১

৫. পরেশ সাহা, মুজিব হত্যার তদন্ত, জ্যোৎস্না পাবলিশার্স, ঢাকা ১৯৯৬, পৃ. ৮

৬. এ এল খতিব, হু কিলড মুজিব, কোয়ালিটি পাবলিশার্স, ঢাকা ২০১৪ পৃ. ১০

৭. প্রাগুক্ত, পৃ. ১২

৮. ড. মো মাহবুবর রহমান, বঙ্গবন্ধুর শাসনামল (১৯৭২-১৯৭৫), সুবর্ণ, ঢাকা ২০২২, পৃ. ২৯, ৩১২

৯. ড. মোহাম্মদ হাননান, বঙ্গবন্ধু হত্যার বিচারের ইতিহাস, আগামী প্রকাশনী, ঢাকা ১৯৯৯, পৃ.

১০. পরেশ সাহা, মুজিব হত্যার তদন্ত, জ্যোৎস্না পাবলিশার্স, ঢাকা ১৯৯৬, পৃ. ১৩,

১১. এ এল খতিব, হু কিলড মুজিব, কোয়ালিটি পাবলিশার্স, ঢাকা ২০১৪, পৃ. ৩৩

১২. শাহরিয়ার কবির, শেখ মুজিব ও মুক্তিযুদ্ধের চেতনা, সময় প্রকাশন, ঢাকা ১৯৯৭, পৃ. ২৪

১৩. আনিসুজ্জামান, ইহজাগতিকতা ও অন্যান্য, কারিগর প্রকাশনী, কলকাতা ২০১২, পৃ. ১৯৯

১৪. ড. মোহাম্মদ হাননান, বঙ্গবন্ধু হত্যার বিচারের ইতিহাস, আগামী প্রকাশনী, ঢাকা, পৃ. ৩৫

How to Cite

MLA 9th Edition

গাইন অমল কুমার. “বঙ্গবন্ধু হত্যাকান্ড ও বাংলাদেশের রাজনীতির আদর্শিক পরিবর্তন: একটি পর্যালোচনা.” বিএল কলেজ জার্নাল, ভলিউম ৪, ইস্যু ২, ডিসেম্বর, ২০২২, পৃ. ০৭-১৮. https://doi.org/10.62106/blc2022v4i2b1

 

APA 7th Edition

গাইন অমল কুমার. (২০২২) বঙ্গবন্ধু হত্যাকান্ড ও বাংলাদেশের রাজনীতির আদর্শিক পরিবর্তন: একটি পর্যালোচনা. বিএল কলেজ জার্নাল, ৪ (২), ০৭-১৮. https://doi.org/10.62106/blc2022v4i2b1

License

Copyright (c) 2023 GOVT. BRAJALAL COLLEGE

Indexed In