BL COLLEGE JOURNAL

“Journal writing gives us insights into who we are, who we were, and who we can become”
– Sandra Marinella

পূর্ণেন্দুর মাধবী: প্রসঙ্গ কবিতা

Author

অমিত মণ্ডল, পিএইচডি গবেষক, বাংলা বিভাগ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত

সাহিত্য ও শিল্পের বহুমুখী প্রতিভার অধিকারী পূর্ণেন্দু পত্রী। শিল্পের বিচিত্র ধারায় অবাধ চর্চার ফলে তাঁর এক শিল্পের ছায়া আরেক শিল্পে এসে পড়ে। পূর্ণেন্দু পত্রীর কবিতায় যে সংলাপধর্মিতার মৌলিক গুণ পরিলক্ষিত হয় তার অন্যতম উৎস হলো তাঁর চলচ্চিত্র চর্চা। ১৯৬৫ সালে তৈরি তাঁর প্রথম সিনেমা ‘স্বপ্ন নিয়ে’-র অন্যতম কেন্দ্রীয় অভিনেত্রী ছিলেন মাধবী মুখোপাধ্যায়। পরবর্তী সিনেমা ‘স্ত্রীর পত্র’-তেও তিনি মূল চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু সেখানেই থেমে থাকেনি শিল্পীর মন। এই ‘স্বপ্ন নিয়ে’-র নির্মাণকালেই পূর্ণেন্দুর কবিতায় উঠে আসেন মাধবী। শুধু কবিতায় নয়, কাব্যনাট্যেও। কবিতাটি হল ‘মাধবীর জন্যে’ এবং কাব্যনাট্যটি হল ‘ভাস্কর্যের ভাঙা হাত’। একসময় কানাঘুষো শোনা যেত, মাধবী এবং পূর্ণেন্দুর মধ্যে রয়েছে রোম্যান্টিক কোনো সম্পর্ক। পরে সে নিয়ে মাধবী লিখেওছেন কিছু কথা, যা মূল প্রবন্ধে পাওয়া যাবে। এই প্রবন্ধের মূল উপজীব্য মাধবীকে পূর্ণেন্দু কবিতায় কীভাবে পেলেন।

Keywords: পূর্ণেন্দু পত্রী, মাধবী মুখোপাধ্যায়, সিনেমা, কবিতা, সংলাপ

References:

১. মাধবী মুখোপাধ্যায়, জানুয়ারি ২০১২, মাধবীকানন, প্রথম প্রকাশ, চর্চাপদ পাবলিকেশন প্রা: লি:, ১৩ বি, রাধানাথ মল্লিক লেন, কলকাতা ৭০০০১২, পৃ. ১৫৪-১৫৫

2.https://www.uttarbangasambad.com/madhabi-mukherjee-nirmalkumar-chemistry-remainssame-after-separation/

৩. সম্পা. মঞ্জুষ দাশগুপ্ত, ২রা ফেব্রয়ারি, ১৯৮৪, পূর্ণেন্দু পত্রী : শিল্পী ও ব্যক্তি, প্রথম প্রকাশ, সমন্বয়, ৪৪৬ পর্ণশ্রী পল্লী, কলকাতা ৭০০০৬০, পৃ. ৫০-৫১

৪. পূর্ণেন্দু পত্রী, নভেম্বর ২০১৭, পূর্ণেন্দু পত্রীর শ্রেষ্ঠ কবিতা, পুনর্মুদ্রণ, দে’জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা ৭০০০৭৩, পৃ. ৯

৫. মাধবী মুখোপাধ্যায়, জানুয়ারি ২০১২, মাধবীকানন, প্রথম প্রকাশ, চর্চাপদ পাবলিকেশন প্রা: লি:, ১৩ বি, রাধানাথ মল্লিক লেন, কলকাতা ৭০০০১২, পৃ. ১৫০

৬. পূর্ণেন্দু পত্রী, নভেম্বর ২০১৭, পূর্ণেন্দু পত্রীর শ্রেষ্ঠ কবিতা, পুনর্মুদ্রণ, দে’জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা ৭০০০৭৩, পৃ. ৩৯-৪০

৭. সম্পা. তপন কর, ১৭ জুলাই ১৯৯৮, পূর্ণেন্দু পত্রী : এক বহুমুখী প্রতিভা, প্রথম প্রকাশ, আলেয়া প্রকাশনী, কানাইপুর, বাঁটুল, হাওড়া ৭১১৩১২, পৃ. ১৭০

৮. ঐ, পৃ. ১৭০

৯. মাধবী মুখোপাধ্যায়, জানুয়ারি ২০১২, মাধবীকানন, প্রথম প্রকাশ, চর্চাপদ পাবলিকেশন প্রা: লি:, ১৩ বি, রাধানাথ মল্লিক লেন, কলকাতা ৭০০০১২, পৃ. ১৫৪

১০. ঐ, পৃ. ১৫৪

১১. পূর্ণেন্দু পত্রী, জানুয়ারি ১৯৯৮, কাব্যনাট্য, প্রথম প্রকাশ, দে’জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা ৭০০০৭৩, পৃ. ৬১-৬৯

How to Cite

MLA 9th Edition

মন্ডল অমিত. “পূর্ণেন্দুর মাধবী: প্রসঙ্গ কবিতা.” বিএল কলেজ জার্নাল, ভলিউম ৪, ইস্যু ১, জুলাই ২০২২, পৃ. ৬৩-৭৪. https://doi.org/10.62106/blc2022v4i1b7

 

APA 7th Edition

মন্ডল অমিত. (২০২২). পূর্ণেন্দুর মাধবী: প্রসঙ্গ কবিতা. বিএল কলেজ জার্নাল, ৪ (১), ৭৫-৮২.  https://doi.org/10.62106/blc2022v4i1b7

License

Copyright (c) 2023 GOVT. BRAJALAL COLLEGE

Indexed In