About the Department

Phone: +88-02477700847
Email: bangla@blcollege.edu.bd

খুলনা অঞ্চলের মহান মানবদরদী এবং বিত্তবান জমিদার শ্রী ব্রজলাল চক্রবর্তী এম.. বি. এল মহোদয় সর্বপ্রথম খুলনা অঞ্চলের মানুষের মধ্যে জ্ঞানের আলো জ্বালাবার স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্নের পথ বেয়ে ১৯০২ সালে বি এল কলেজ প্রতিষ্ঠিত হয়৷

১৯০২ সালে কলেজ স্থাপনের সময় বাংলা সংস্কৃত একই বিভাগের অধীন ছিল৷ কাজেই বিভাগের ইতিহাস প্রতিষ্ঠানের জন্ম ইতিহাসের সঙ্গে সমসূত্রে গ্রথিত৷ পরে এই দুটি বিভাগ পৃথক হয়ে নিজ নিজ মহিমায় প্রতিষ্ঠিত হয়৷ ১৯৩৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন বাংলায় অনার্স কোর্স চালু করা হয় এবং বছর পর অর্থাৎ পাকিস্তান সৃষ্টির পর শিক্ষক ছাত্রের অভাবে বন্ধ হয়ে যায়৷

১৯৬২ সালে সম্মান কোর্স এবং 1973 সালে শিক্ষা ব্যবস্থায় বিকেন্দ্রীকরণের ফলে স্নাতকোত্তর কোর্স খোলা হয়৷ ষাটের দশকে কিংবদন্তীতুল্য অধ্যাপক মোঃ আব্দুল গনি অধ্যাপক মুহম্মদ কায়কোবাদের প্রচেষ্টায় বিভাগ সমৃদ্ধি লাভ করে৷

বি এল কলেজের বাংলা বিভাগের রয়েছে এক সুদীর্ঘ এবং সুমহান ঐতিহ্য| দীর্ঘকাল ধরে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের সামাজিক সাংস্কৃতিক অগ্রগতিতে বি এল কলেজের বাংলা বিভাগ অগ্রণী ভূমিকা পালন করে চলেছে৷ যে খ্যাতিমান অধ্যাপকবৃন্দ বি এল কলেজের বাংলা বিভাগ সমৃদ্ধ করেছেন এবং যে কারণে এই বিভাগের খ্যাতি, দেশের সীমানা পেরিয়ে গেছে, তাঁদের অবদানকে এই বিভাগ চিরকাল স্মরণ রাখবে৷

এই অঞ্চলের মানুষের মানবিক, সামাজিক সাংস্কৃতিক অগ্রগতিতে বি এল কলেজের বাংলা বিভাগ সুদীর্ঘকাল ধরে যে অবদান রেখে আসছে, তা আগামী দিনগুলোতেও সক্রিয় থাকবে তা নিশ্চিতভাবেই আশা করা যায়৷

Head of the Department

WhatsApp Image 2025-10-13 at 11.35.15_44e8f6b3

Prof. Jibon Kumar Karmokar

Professor and Head of the Department

Teachers of the Department