Phone: +880412852708
Email: info@blcollege.edu.bd
Professor Sharif Atiquzzaman
Professor and Vice Principal
ইন্টারনেট প্রযুক্তিতে গোটাবিশ্ব আজউ দ্ভাসিত।তাছাড়া বর্তমান সরকারের ভিসন ডিজিটাল বাংলাদেশ গড়া।তারই ধারাবাহিকতায় দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বিএল কলেজ, খুলনার জন্য প্রস্ততকৃত ডাইনামিক ওয়েবসাইটের অগ্রযাত্রাকে আমি স্বাগত জানাই। এরই ফলশ্রুতিতে সরকারি বিএল কলেজ, খুলনা ডিজিটাল প্রযুক্তির ছোয়ায় পাদিলো।যার ফল ভোগ করবে গোটা বিএল কলেজ পরিবার সহ সমগ্র বিশ্ব।বর্তমান শিক্ষার্থীরা সহপাঠক্রমের পাশাপাশি প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছে।এ ওয়েবসাইটের মাধ্যমে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে অনায়াশে সরকারি বিএল কলেজ, খুলনার ইতিহাস, তথ্যাবলী, ভর্তি, পরীক্ষার আবেদন পূরণ ও পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য হাতের মুঠোয় পাবে।উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে কলেজটি ডিজিটাল বিএল কলেজ হিসেবে রূপলাভ করলো।আর এ ওয়েবসাইট পরিচালনার কাজের সাথে জড়িত সকলকে আমি আন্তরিক সাধুবাদ জানাই।পরিশেষে কলেজের সকল শিক্ষক-কর্মচারী-ছাত্র-ছাত্রীবৃন্দের মাঝে প্রযুক্তির ছোয়া লাগুক এই প্রত্যাশায়।
প্রফেসর শরীফ আতিকুজ্জামান
উপাধ্যক্ষ (অধ্যাপক, ইংরেজি)
সরকারি বিএল কলেজ, খুলনা